ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটডের (ডেসকো) অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড হয়েছে। শনিবার (১০ জুন) বেলা ১১টা ৫০ মিনিটে এই পেজ হ্যাকড করা হয়।
শনিাবর (১০ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘ঢাকা ইলেক্ট্রিক কোম্পানী লিমিটেড (ডেসকো) এর অফিসিয়াল ফেসবুক পেজ দুষ্কৃতকারীদের দ্বারা হ্যাকড হয়েছে। বর্তমানে ডেসকোসহ সংশ্লিষ্ট সকল সাইবার টিম উক্ত পেইজটি পুনরুদ্ধার কাজ করছে।’
তিনি আরও বলেন, ‘পেইজটি পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত উক্ত পেইজে কোন ম্যাসেজ আদান-প্রদান থেকে বিরত থাকা এবং যেকোন পোস্ট এড়িয়ে চলার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। পেইজটি উদ্ধারের পর সকলকে অবহিত করা হবে।’
পেজটি থেকে শেয়ার দেওয়া কোনো তথ্যে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আনন্দবাজার/শহক