শুক্রবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

জয়পুরহাটে নানা কর্মসূচিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

জয়পুরহাটে নানা কর্মসূচিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

‘ প্লাস্টিক দূষণের সমাধানে, সামিল হই সকলে ‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলায় নানা কর্মসূচিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের যৌথ উদ্যোগে জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে দিবসের তাৎপর্যের ওপরে একটি (পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন) তথ্য চিত্র প্রদর্শন করে স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিবেশ অধিদফতরের সহকারি পরিচালক ফারুক হোসেন।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল,জেলা মুখ্য পাট পরিদর্শক আব্দুল হালিম,সাংবাদিক শাহজাহান সিরাজ মিঠু, ডা.রুহুল আমিন, সহ: অধ্যাপক সঞ্জয় চন্দ্র মন্ডল প্রমুখ।

আলোচনা সভা শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আনন্দবাজার/শহক

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  চুড়ামনি সড়কে ব্রিজ নির্মাণ বন্ধ

সংবাদটি শেয়ার করুন