ঢাকা | বুধবার
২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে ভার্চুয়ালি মন্ত্রীর এলজিইডির মান নিয়ন্ত্রণ ল্যাব উদ্বোধন

জয়পুরহাটে ভার্চুয়ালি মন্ত্রীর এলজিইডির মান নিয়ন্ত্রণ ল্যাব উদ্বোধন

বৃহস্পতিবার (আজ)সারাদেশের ন্যায় জয়পুরহাটে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) এর উপজেলা পর্যায়ে ‘ মাননিয়ন্ত্রণ ল্যাবরেটরি ‘ উদ্বোধন করা হয়েছে ।

সকালে ঢাকার আগারগাঁওস্থ এলজিইডি’র প্রধান কার্যালয় থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে আনুষ্ঠানিক ভাবে এলজিইডির উপজেলা পর্যায়ে সারা দেশে মোট ২৩০টি মান নিয়ন্ত্রণ ল্যাবরেটরির উদ্বোধন করেন। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার জেলার জয়পুরহাট সদর উপজেলা কমপ্লেক্সে এলজিইডির এ মান নিয়ন্ত্রণ ল্যাবরেটরির উদ্বোধন করা হয়।

ওই সময় সেখানে জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মোঃ আলাউদ্দিন, উপজেলা প্রকৌশলী শামীম সারার ফুয়াদ, উপজেলা সহকারী প্রকৌশলী (ল্যাব ইন চার্জ) নীতিশ কুমার, উপসহকারী প্রকৌশলী দৌলতুজ জামান কাফি সহ এলজিইডির জয়পুরহাট জেলা ও সদর উপজেলার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন