জয়পুরহাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকেলে জয়পুরহাট কালেক্টর সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন -জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সালেহীন তানভীর গাজী।
এ সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল সদর ইশতিয়াক আলম অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহিউদ্দিন জাহাঙ্গীর,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনোয়ার পারভেজ, জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আবু জাফর, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মশিদুল আলম লেবু ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শামিম আজিজ সাজ উপস্থিত ছিলেন।
সভায় আগামী ৫জুন থেকে ১১জুন পর্যন্ত ৭দিনব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের তারিখ নির্ধারণ করে কতিপয় প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং এ টুর্নামেন্ট সুষ্ঠু সুন্দর ভাবে বাস্তবায়নের জন্য কমিটি গঠন করে দায়িত্ব বন্টন প্রদান করা হয়।
উল্লেখ্য, জেলার মোট ১০টি কলেজের ১০টি ফুটবল টিম নকআউট ভিত্তিতে এ টুর্নামেন্ট অংশগ্রহণ করবে। আগামী ১১ই জুন এর টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অর্থায়নে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলা ক্রীড়া অফিস এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করবে।