ঢাকা | রবিবার
৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে জাতীয় বিজ্ঞান মেলা ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত

জয়পুরহাটে জাতীয় বিজ্ঞান মেলা ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত

জয়পুরহাটে জেলা প্রশাসনের উদ্যোগে ৪৪তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহের বিজ্ঞান মেলা, সেমিনার, অলিম্পিয়াড ও পুরস্কার বিতরণীর মাধ্যমে আজ মঙ্গলবার বিকেলে সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় বিজ্ঞান ও জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জয়পুরহাট শহরের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।

ফাস্টফুডের ক্ষতি শীর্ষক সেমিনার ও সমাপনী অনুষ্ঠানে- অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক- (সার্বিক) মোঃ আনোয়ার পারভেজ, জয়পুরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এম সোলায়মান আলী। এবং জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক ।

উল্লেখ্য, এবারের এ বিজ্ঞান মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মোট ৩২টি স্টল স্থান পেয়েছে।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন