জয়পুরহাটে বিশিষ্ট নাগরিক ও সাংবাদিকদের সাথে জনগুরুত্বপূর্ণ বিষয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জয়পুরহাটের পৌর কমিউনিটি সেন্টারে জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ এর সভাপতি আরিফুর রহমান রকেট।
এসময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এড মোমিন আহম্মেদ চৌধুরী, এসএম সোলাইমান আলী, সাধারণ সম্পাদক জাকির হোসেন, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক তিতাস মোস্তফা, সাবেক পৌর মেয়র আব্দুল আজিজ মোল্লা প্রমুখ।
মুক্ত আলোচনায় জেলার বিভিন্ন এলাকা থেকে আগত সুধীজন ও সাংবাদিকরা এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে বক্তব্য দেন এবং হুইপ স্বপন সেসব সমস্যার সমাধানে আশু পদক্ষেপ নিবেন বলে জানান। অনুষ্ঠানে সুধীজন, সাংবাদিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আনন্দবাজার/শহক