বুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

জোর করে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে আছেঃ মিনু

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেছেন, জোর করে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে আছে। তারা দেশ পরিচালনার নামে দুর্নীতি, লুটপাত, হত্যা, বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা, গুম করে যাচ্ছে। তাই গণতন্ত্র পুনরুদ্ধার করতে আন্দোলনের মাধ্যমে সরকারকে হটাতে হবে।

শনিবার বিকেলে জয়পুরহাট জেলা বিএনপি আয়োজিত নতুনহাট এলাকায় ১০ দফা দাবিতে এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, জেলা যুবদলের সভাপতি শাহনেওয়ার কবির শুভ্র, সদর থানা বিএনপির আহবায়ক হেনা কবির, জেলা ছাত্রদলের সভাপতি মামুন প্রধানসহ বিএনপি ও অংগ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  জাপানের ৬৮০ কোটি টাকার বিনিয়োগ পেলো জেএমআই

সংবাদটি শেয়ার করুন