শুক্রবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

জয়পুরহাটে আ.লীগের বিক্ষোভ

জয়পুরহাটে আ.লীগের বিক্ষোভ

রাজশাহীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ।

এ উপলক্ষে সোমবার বিকালে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জয়পুরহাট কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা আওয়ামী লীগ সভাপতি আরিফুর রহমান রকেটের সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন মন্ডল ও দফতর সম্পাদক মিজানুর রহমান টিটু বক্তব্য রাখেন। এ সময় অন্যানের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম সোলায়মান আলী,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির (জেলা বার) সভাপতি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল, সাংগঠনিক সম্পাদক জাহেদুল আলম বেনু,সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  শয্যার চেয়ে রোগী ৫ গুণ বেশি

সংবাদটি শেয়ার করুন