শুক্রবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

জয়পুরহাটে ভুমি সেবা সপ্তাহের উদ্বোধন

‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টায় সদর উপজেলা ভূমি অফিসে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

পরে সদর উপজেলা মুজিবর রহমান ঢালি মিলনায়তনে জেলা প্রশাসন ও সদর ভূমি অফিসের আয়োজনে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক আলম, সদর উপজেলা চেয়ারম্যান এসএম সোলায়মান আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট ও সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) ফজলে ওয়াহিদ। অপর দিকে ক্ষেতলালে উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বন্যা ভূমিসেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

পরে এ সেবাসপ্তাহ আয়োজনের গুরুত্ব ও সেবা সমূহ গ্রহণে জন সাধারণকে অবহিতকরণ ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সেবা গ্রহীতাদের কয়েক জনকে ভূমি সেবা প্রদান করা হয় ।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ১৯ কোটি টাকার রাস্তা উঠে গেল সাত দিনে

সংবাদটি শেয়ার করুন