আজ ১৭ই মে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা- দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস।
জয়পুরহাটে দিবসটি উপলক্ষে আজ (বুধবার) সকালে জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে- দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল আলম দুদু, জয়পুরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এসএম সোলায়মান আলী, সহ-সভাপতি গোলাম হক্কানী, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন মন্ডল ও সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন।।