ঢাকা | রবিবার
২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে বিজ্ঞান মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে বিজ্ঞান মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জেলা প্রশাসনের উদ্যোগে স্কুল , কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণে- দুদিনব্যাপী বিজ্ঞান মেলা, অলিম্পিয়াড, কুইজ প্রতিযোগিতা ও সেমিনার আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুরে জয়পুরহাট জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন- জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।

সভায় অন্যান্য মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল সদর ইশতিয়াক আহমেদ, সিনিয়র সাংবাদিক শাহজাহান সিরাজ মিঠু সাখাওয়াত হোসেন বিপু ও জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক আব্দুল করিম বক্তব্য রাখেন ।

সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২৯ ও ৩০মে শহরের জয়পুরহাট সরকারি রামদেও বাজলা উচ্চ বিদ্যালয় দু’দিনব্যাপী এ বিজ্ঞান মেলা অলিম্পিয়াড-কুইজ প্রতিযোগিতা ও সেমিনারের চূড়ান্ত স্থান (ভেন্যু) নির্ধারণ করা হয় এবং এ বিজ্ঞান মেলা বাস্তবায়নে বিভিন্ন কমিটি গঠিত হয়।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন