ঢাকা | রবিবার
২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে ৫ শতাধিক মানুষ পেলো বিনামূল্যে চক্ষু চিকিৎসা

জয়পুরহাটে ৫ শতাধিক মানুষ পেলো বিনামূল্যে চক্ষু চিকিৎসা

জয়পুরহাটের পাঁচবিবিতে বিনামূল্যে ৫ শতাধিক মানুষকে চক্ষু চিকিৎসা দেওয়া হয়েছে। বুধবার দুপুরে উপজেলার পাটাবুকা সরকারি স্কুল মাঠে যুবলীগ নেতা আনিছুর রহমান শিপনের সহযোগিতায় এ চক্ষু শিবিরের আয়োজন করা হয়। এতে প্রায় ১০ জন চিকিৎসক, নার্স চিকিৎসা সেবা প্রদান করেন।

রংপুর দর্শনার দ্বীপ আই কেয়ার ফাউন্ডেশন চক্ষু হাসপাতালের পরিচালনায় এই চক্ষু ক্যাম্পে অংশ নেওয়া সব রোগীকে বিনামূল্যে চিকিৎসাপত্র, ওষুধ, চশমা বিতরণ করা হয়। এছাড়া চোখে ছানি পড়া রোগীদের বিনামূল্যে অপারেশনের জন্য বাছাই করেন চিকিৎসক দল।

এসময় যুবলীগ নেতা আনিছুর রহমান শিপন, চক্ষু শিবিরের অর্গানাইজার গোলাম রব্বানী রানা ও তাহাজুল ইসলাম তাজুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন