ঢাকা সিভিল সার্জন অফিস আয়োজনে কিশোর-কিশোরীদের মধ্যে নিরাপদ যৌন আচরণ ও এসটিডি/এইডস প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১০ই মে সকাল সাড়ে ১০টায় জেলা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খানের সভাপতিত্বে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ, এনজিও প্রতিনিধি, ইমাম ও ধর্মীয় নেতারা অংশগ্রহণ করেন।
কর্মশালায় এইচআইভি এইডস এর ক্ষতিকারক দিকগুলো নিয়ে আলোচনা করা হয়। রোগটি নারী-পুরুষের অবাধ মিলন, এই রোগে আক্রান্ত ব্যাক্তির রক্ত অন্যজন ব্যবহার করলে, বাবা-মায়ের এ রোগ থাকলে তাদের সন্তানের ক্ষেত্রে, এবং সুচের মাধ্যমে শরীরে ড্রাগ প্রবেশের কারণেও এ রোগ হতে পারে। তবে হাঁচিকাশি মাধ্যমে, মশার কামড়ে, একত্রে খাবার খেলে ও ঘুমালে এবং চলাফেরা করলেও এ রোগ ছড়ায় না। এছাড়া কিশোর-কিশোরীদের নিরাপদ যৌন আচরণ ও সঠিক যৌন শিক্ষাসহ এসটিডি/এইডস এর নানা বিষয় নিয়ে এ কর্মশালায় আলোচনা করা হয়।
কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ এনামুল হক,মহাপরিচালক (অতিরিক্ত সচিব) স্বাস্থ্য অর্থনীতি ইউনিট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এসময় আরও উপস্থিত ছিলেন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ ইয়াসমিন নাহার, ডা: ঝুমানা আশরাফী সুইটি । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মহসিন মিয়া।