ঢাকা | রবিবার
১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

মুক্তি বর্মন হত্যাকারীর শাস্তির দাবিতে মানববন্ধন

মুক্তি বর্মন হত্যাকারীর শাস্তির দাবিতে মানববন্ধন

স্কুলছাত্রী মুক্তি বর্মন হত্যার দ্রুত বিচার এবং হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শনিবার ( ৬ মে) সকাল ১১ টায় জয়পুরহাট শহরের চিনিকল রোড মিছিল করে পাঁচুরমোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি করা হয়।

সমাজতান্ত্রিক মহিলা ফোরাম জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক রোকেয়া বেগমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জয়পুরহাট জেলা আহ্বায়ক ওয়াজেদ পারভেজ, সদস্য সচিব সামিউল ইসলাম বাবু, সদস্য উৎপল দেবনাথ, সাবেক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা সদস্য শান্তনা পাহান প্রমূখ।

বক্তারা বলেন, আমরা এক বিচারহীনতার সংস্কৃতির মধ্যে দিয়ে যাচ্ছি। একজন স্কুল শিক্ষার্থীকে দিনের আলোয় প্রকাশ্যে কুপিয়ে আসামী পালিয়ে যেতে পারে। দেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে তা বুঝবার কোনো উপায় নেই। তাদেরই নাকের ডগায় গড়ে উঠছে এই বখাটে সন্ত্রাসীরা, করে যাচ্ছে হরহামেশাই অপরাধ কিন্তু এই অপরাধ নিয়ন্ত্রণে নেই আইনি কার্যকর ভূমিকা। এছাড়াও নেতৃবৃন্দ বলেন, মুক্তি বর্মনের বর্বর হত্যাকান্ডের দ্রুত বিচার করতে হবে তার সাথে ইভটিজিং, মাদক, পর্নোগ্রাফি, অপসংস্কৃতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন