মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১লা মে) বিকেলে সিদ্ধিরগঞ্জ পুলস্থ এমএস টাওয়ার থেকে বিশাল র্যালি করে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের ডাচ্ বাংলা ব্যাংকের সামনে গিয়ে আলোচনা সভার মাধ্যমে সমাপ্ত করা হয়।
উক্ত র্যালিতে শ্রমিক নেতারা খন্ড খন্ড বক্তব্য রাখেন।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কেন্দ্রীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি আব্দুল মতিন মাষ্টার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রেখেছে। আমাদের দেশেকে ডিজিটাল বাংলাদেশে পরিনত করেছে। পদ্মা সেতু, মেট্রোরেলসহ নানান উন্নয়ন কাজের মাধ্যমে বিশ্বের অন্যান্য দেশের সাথে আমরা বাংলাদেশকে তুলনা করতে পারি। যারা শ্রমিক তারা আট ঘন্টা কর্ম ব্যস্ত আর আট ঘন্টা বিশ্রামে থাকতে পারে।
তিনি আরও বলেন, মালিকপক্ষ কখনো শ্রমিকদের বন্ধু হন না। তারা সবসময়ই চায় শ্রমিকদের শোষণ করতে। শ্রমিকরা নির্যাতিত হয় তার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু বলেছিলেন বিশ্ব আজ দুই ভাগে বিভক্ত শোষক আর শোষিত। আমি শোষিতদের পক্ষে। তাই আমরা বঙ্গবন্ধুর অনুসারী আমরাও শোষিতদের পক্ষে কাজ করে যাবো। যারা শ্রমিক লীগ করে তারা শ্রমিক লীগের আদর্শে উজ্জীবিত হয়ে শ্রমিকদের সংগঠিত করে যাবে।
মতিন মাষ্টার বলেন, ১৯৮৯ সালে সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক শ্রমিক লীগ প্রতিষ্ঠিত করেছিলাম। তখন এখানে কেউ শ্রমিক লীগ করতেন না। আমি তখন ডেমরা শ্রমিক লীগের সঙ্গে জড়িত ছিলাম। তারপর আমি ডেমরা থেকে আলাদা করে সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিকলীগকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাই। তখন আমি সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে ছিলাম। আমরা মনেকরি এখন পর্যন্ত শ্রমিকদের আশ্রয়স্থান হিসেবে শ্রমিকরা শ্রমিক লীগ নেতাকর্মীকে পান।
আদমজী-আঞ্চলিক শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুস সামাদ বেপারীর সভাপতিত্বে র্যালিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, আদমজী-আঞ্চলিক শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন,দেলোয়ার হোসেন দুলাল যুগ্ন সাধারণ সম্পাদক আদমজী আঞ্চলিক শ্রমিক লীগ, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক জোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এসএম মাসুদ রানা প্রমুখ।
আনন্দবাজার/শহক