ঢাকা | বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

কালাইয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কালাইয়ে-পুকুরের-পানিতে-ডুবে-শিশুর-মৃত্যু

জয়পুরহাটের কালাইয়ে পুকুরের পানিতে ডুবে সিদরাতু মুনতাহা নামে তিন বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলা পুনট ইউনিয়নের পাঁচগ্রাম নিজ বাড়ির পাশের পুকুরে এ ঘটনা ঘটে। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন এবিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।

সে ওই পাঁচগ্রামের মো.মাহমুদুল ইসলামের মেয়ে।

স্থানীয়রা জানায়, উপজেলার পুনট ইউনিয়নের পাঁচগ্রামের মো.মাহমুদুল ইসলামের মেয়ে সিদরাতু মুনতাহা সকালে বাড়ীর উঠোনে খেলা করছিল। একপর্যাযে সকলের অগোচরে সে নিজ বাড়ির পাশের পুকুরে পানিতে পড়ে ডুবে যায়। বাড়ীর লোকজনেরা অনেক খোঁজাখুজির করেও তাকে পাওয় যায়নি। পরে সকালে প্রায় ঘন্টা তিনেক পর সিদরাতু মুনতাহা পুকুরের পানিতে ভাসতে দেখে পায়। এমতাবস্থায় স্থানীয়রা সেই পুকুরের পানি থেকে শিশুকে উদ্ধার করে কালাই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে সেখানে এক শোকের ছায়া নেমে এসে।

কালাই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. রোকেয়া খানম বলেন, সিদরাতু মুনতাহা নামে তিন বছরের এক কন্যা শিশুকে বেলা ১২টায় জরুরি বিভাগে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন