বুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

জয়পুরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে ধান ক্ষেতে ইট বোঝাই ট্রলি, হেলপার নিহত

জয়পুরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে ধান ক্ষেতে ইট বোঝাই ট্রলি, হেলপার নিহত

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কৃষ্ণকোলা এলাকায় ইট বহনকারী একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের জমিতে পড়ে চালকের সহকারী (হেলপার) মিঠুন হোসেন দয়ালের মৃত্যু হয়েছে। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিঠুন হোসেন দয়াল আক্কেলপুর উপজেলার নওজোর গ্রামের বাবুর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শনিবার সকালে আক্কেলপুর উপজেলার তিলকপুর থেকে শ্যালো ইঞ্জিন চালিত ট্রলিতে ইট নিয়ে রায়কালীর দিকে যাচ্ছিলেন মিঠুন ও তার ভাই হাসান। মিঠুন সে গাড়ির হেলপার ও তার ভাই হাসান গাড়ি চালাচ্ছিলেন। পথে কৃষ্ণকোলা এলাকায় ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ধান ক্ষেতে পড়ে যায়। এতে তারা দুজনেই আহত হয়। এসময় স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মিঠুনকে মৃত ঘোষণা করেন।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আনন্দবাজার/শহক

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  আদমদীঘিতে ভূমিহীনদের জন্য গৃহনির্মাণ কাজের উদ্বোধন

সংবাদটি শেয়ার করুন