বুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

নওগাঁয় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

নওগাঁয় জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শুক্রবার সকাল নয়টায় জেলা জজ আদালতের সম্মুখে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন নওগাঁর সিনিয়র জেলা ও দায়রা জজ  আবু শামীম আজাদ।

পরে একটি র‌্যালী বের হয়ে আদালত প্রাঙ্গণ হতে জেলখানা পর্যন্ত গিয়ে পূণরায় আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে দিবসের গুরুত্ব বিষয়ে আলোচনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রাজজ মেহেদী হাসান তালুকদার, পুলিশ সুপার রাশেদুজ্জামান, অতিরিক্ত জেলা জজ  ফেরদৌস ওয়াহিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম জাকির হোসেন, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমতিয়াজুল ইসলাম, আইনজীবী সমিতির সভাপতি খোদাদাদ খান, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা কুদরত ই খোদা।

উপকার ভোগীদের মধ্যে বক্তব্য রাখেন এস্তেফা আলি ও মমিনুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাদাকাত মাহমুদ ও সহকারী জজ আফসান ইলাহি মিলা।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ঝালকাঠিতে শিক্ষানবিশ আইনজীবীদের মানববন্ধন

সংবাদটি শেয়ার করুন