শেরপুর নালিতাবাড়ীর হাতির পায়ে পিষ্ট হয়ে বিজয় কুমার নামের এক ব্যক্তি মারা গেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত বিজয় কুমার উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পূর্ব সমশ্চুড়া এলাকার মরহুম স্টিফেন মারাক ও মরহুমা পলিনা সাংমার ছেলে।
উপজেলা প্রশাসন ও স্থানীয়রা জানান, বুধবার (২৬ এপ্রিল) হাতির পাল খাবারের সন্ধানে পাহাড় থেকে পোড়াগাঁওয়ের কালাপানি জনপদে নেমে আসে। এ সময় হাতিগুলো বিজয় কুমারের জমিতে হানা দিলে তিনিসহ আরো কয়েকজন হাতি তাড়ান। পরে বাড়ি ফেরার সময় পাল ছোটা দু’টি হাতি পেছন থেকে তাকে পিষ্ট করে চলে যায়। পরে স্থানীয়রা তাকে জেলা হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ১১টায় মারা যান।
পোড়াগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত ব্যক্তির সতকারের জন্য ব্যক্তিগতভাবে পাঁচ হাজার টাকা দেয়া হয়েছে। বন বিভাগ থেকে অনুদান পাওয়ার বিষয়ে সহযোগিতা করছি।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা খ্রীষ্টফার হিমেল রিছিল বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। প্রাথমিকভাবে মৃতের পরিবারকে উপজেলা পরিষদের পক্ষ থেকে ২৫ হাজার টাকা দেয়া হয়েছে।
আনন্দবাজার/শহক