ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত

জয়পুরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত

বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন ।- এ প্রতিপাদ্যকে সামনে রেখে জনসাধারণকে সরকারি আইন সহায়তা কার্যক্রম সম্পর্কে সচেতন করার লক্ষে প্রতি বছরের ন্যায় নানা কর্মসূচিতে শুক্রবার জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত হয়েছে।

জয়পুরহাট জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে সকাল ৯টায় বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিক ভাবে দিবসের উদ্বোধন শেষে বর্ণাঢ্য শোভাযাত্রার পর স্বাস্থ্য ক্যাম্প ও লিগ্যাল এইড মেলার উদ্বোধন করা হয়। পরে জেলা জজ আদালত প্রাঙ্গনে বৃক্ষ রোপন শেষে জেলা জজ আদালত ভবনের শহীদ সোহেল- জগন্নাথ হলরুমে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জয়পুরহাট জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নূর ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল আলম দুদু।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার কেএমএ মামুন খান চিশতী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম সোলায়মান আলী, জিপি অ্যাডভোকেট মোমিন আহমেদ চৌধুরী, জেলা বারের সভাপতি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল ও সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম শাহীন।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন