ঢাকা | মঙ্গলবার
২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

জয়পুরহাটে ২টি মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন

জয়পুরহাটে ২টি মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন

দেশের প্রতিটি জেলা ও উপজেলায় নির্মাণাধীন ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে চতুর্থ পর্যায়ে- ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে।এর মধ্যে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ও সদরে ২টি মডেল মসজিদ ও ইসলামের সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়।

সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে সারা দেশের এই ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের এক সাথে আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় জয়পুরহাট কালেক্টরেট ভবনের পার্শ্বে- নবনির্মিত জয়পুরহাট জেলা মডেল মসজিদ মিলনায়তনে অন্যান্যের মধ্যে- জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল আলম দুদু, জেলা প্রশাসক সালেহীন তানভির গাজী, পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ খাজা শামসুল আলম, জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

অপরদিকে এ সময় ক্ষেতলালে নবনির্মিত উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার কেএমএ মামুন খান চিশতী, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল উপজেলা নির্বাহী অফিসার, নুসরাত জাহান বন্যা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম ও পৌর মেয়র সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন