ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

অঙ্গনের নতুন সহ-সভাপতি গৌরাঙ্গ, সাধারণ সম্পাদক রাকিবুল

অঙ্গনের নতুন সহ-সভাপতি গৌরাঙ্গ, সাধারণ সম্পাদক রাকিবুল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন অঙ্গন-এর ২০২৩-২০২৪ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সহ-সভাপতি গৌরাঙ্গ চন্দ্র বর্মন এবং সাধারণ সম্পাদক: মো. রাকিবুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

রবিবার (১৯মার্চ) ৩৩তম বর্ষপূর্তির সমালোচনা সভা ও কমিটি হস্তান্তর এবং বিদায়ী সংববর্ধনা অনুষ্ঠিত হয়। সাংঘঠনিক ধারাবাহিকতায় এই সভার মধ্যদিয়েই নতুন (২০২৩-২৪) কমিটির কাছে সাংগঠনিক দায়িত্ব হস্তান্তর করা হয়।

অঙ্গন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২০২৩-২০২৪ কার্যনির্বাহী কমিটি-

সভাপতি: অধ্যাপক ড. রাহমান নাসির উদ্দিন
সহ-সভাপতি: গৌরাঙ্গ চন্দ্র বর্মন

সাধারণ সম্পাদক: মো. রাকিবুল ইসলাম
সহ-সাধারণ সম্পাদক: সঞ্জয় কুমার, শিমুল দত্ত

সাংগঠনিক সম্পাদক: মো. সাব্বির হোসেন
সহ-সাংগঠনিক সম্পাদক: মো. হাসিবুল সিকদার, রবিন ভৌমিক

অনুষ্ঠান ব্যবস্থাপক: সজিব মিয়া
সহ-অনুষ্ঠান ব্যবস্থাপক: জয় রায়, শাহরিয়ার তানজিম

অর্থ সম্পাদক: তানজিনা ইয়াসমিন প্রমি
সহ-অর্থ সম্পাদক: মানষী সাহা

প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক: মো. নজরুল ইসলাম
সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক: দূর্জয় ভোমিক ও বায়েজীদ মিয়া

দপ্তর সম্পাদক: অর্থী চাকমা
সহ-দপ্তর সম্পাদক: রুবাত ছিদ্দিকী রাত্রি

সঙ্গীত পরিচালক: সমাপ্তি বড়ুয়া
সঙ্গীত নির্দেশক: মহিবুন্নেসা মনি, পিকু নাথ

আবৃত্তি পরিচালক: অথই রহমান
আবৃত্তি নির্দেশক: সৌরভ জাহান শুভ, সারাহ্ সাদিয়া মারিয়া

নৃত্য পরিচালক: সুষ্মিতা কর্মকার মিমি
নৃত্য নির্দেশক: মো: বায়োজীদ আকবর হিমেল, শিবলী আতিয়া তন্বী

নাট্য পরিচালক: মোস্তাফিজ আহমেদ রোদেল
নাট্য নির্দেশক: মো: মাহবুব আলম

শিক্ষা ও গবেষনা বিষয়ক সম্পাদক: জুলফা বেগম
সহ-শিক্ষা ও গবেষনা বিষয়ক সম্পাদক: প্রণয় বল মুন, নুসরাত জাহান জুঁই

কার্যকরী সদস্য; গার্গী চক্রবর্তী, বিষ্ণু প্রসাদ বর্মন, শুভ্রা চক্রবর্তী, সুস্মিতা রাণী দাস, মাহিন জামাল ওইশী, প্রান্তিকা নাথ ভাবনা, মোঃ মাহামুদার রহমান, অনিন্দিতা সাহা, সানজিদা রশীদ তামান্না, সুমাইত মাহমুদ।

বিগত ১৫ বছর ধরে অঙ্গনের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রখ্যাত অধ্যাপক ড. রাহমান নাসির উদ্দিন।

উল্লেখ্য, বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে গত ১৬ মার্চ ২০২৩ ‘অঙ্গন’ এর ৩৩ তম বর্ষপূর্তি উৎসব উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুল হক, চবি বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের প্রফেসর ড. মোঃ দানেশ মিয়া, চবি বাংলা বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ এবং চবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ ফরিদুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি নৃবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. রাহমান নাসির উদ্দিন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহবায়ক শ্রভ্রা চক্রবর্তী, সংগঠনের সিনিয়র সদস্য মনিরুল হক, শাহানা আকতার রেবী এবং মুমতাহিনা জুঁই।

উক্ত অনুষ্ঠান শেষে অঙ্গন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ কার্যনির্বাহী কমিটি ঘোষনা করা হয়। রোববার (১৯ মার্চ) ২০২২-২৩ একটি কমিটি হস্তান্তর সভা আয়োজন করে, এবং উক্ত সভায় ২০২২-২৩ কমিটির সহ সভাপতি বিষ্ণু প্রসাদ বর্মন, সারোয়ার আলম এবং সাধারণ সম্পাদক শুভ্রা চক্রবর্তী সংগঠনের দায়িত্ব হস্তান্তর করে নবনিযুক্ত সহ-সভাপতি গৌরাঙ্গ চন্দ্র বর্মন এবং মো. রাকিবুল ইসলামকে। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অধ্যাপক ড. রাহমান নাসির উদ্দিন। কমিটি হস্তান্তর শেষ সংগঠনের বিদায়ী সদস্যদের হাতে বিদায়ী স্মারক তুলে দেয়া হয়।

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন