ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ধর্ষণের স্থান চিহ্নিত, ঝোপের মধ্যে বই, ইনহেলার, স্যান্ডেল

কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডি, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব এবং ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি।

ঘটনাস্থল থেকে ধর্ষণের শিকার হওয়া শিক্ষার্থীর বই, ঘড়ি, চাবির রিং এবং ইনহেলারসহ বেশ কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একজোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়েছে। সোমবার কুর্মিটোলা গলফ ক্লাব সংলগ্ন ঝোপে পড়ে থাকা এসব আলামত উদ্ধার করা হয়।

সোমবার ঘটনাস্থল পরিদর্শন শেষে গুলশান জোনের উপপুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী জানান, এখন পর্যন্ত ধর্ষণের শিকার ছাত্রীর ব্যবহৃত কিছু উপকরণ পাওয়া গেছে। এর মধ্যে ব্যাগ, শিক্ষা উপকরণ এবং পুরুষের বেল্টসহ প্যান্ট, হাতঘড়ি ও স্যান্ডেল। ধর্ষক একজনই ছিল বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: ঢাবি শিক্ষার্থী ধর্ষণের আলামত পাওয়া গেছে রিপোর্টে

গতকাল রবিবার (৫ই জানুয়ারি) সন্ধ্যার দিকে ‘ক্ষণিকা’ নামের বিশ্ববিদ্যালয়ের দোতলা বাসে করে বান্ধবীর বাসায় ফিরছিলেন ঐ ছাত্রী। রাজধানীর কুর্মিটোলায় বাস থেকে নামার কিছুক্ষণ পরেই তাকে নির্জন জায়গায় তুলে নিয়ে ধর্ষণ করা হয়।

সোমবার নির্যাতনের শিকার হওয়া শিক্ষার্থীর বাবা রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করেছেন।মেয়েটিকে একজন তুলে নিয়ে ধর্ষণ করে বলে উল্লেখ করা হয়েছে মামলার এজাহারে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন