নারায়ণগঞ্জে ব্যাটারি চালিত রিকশা ও ইজিবাকের নিবন্ধন, রুট পারমিট এবং লাইসেন্স প্রদানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (৬ মার্চ) দুপুর সাড়ে ১২টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধনটি হয়।
সেখান থেকে পুলিশের অবৈধ রেকারিং, ডাম্পিং, নির্যাতন, হয়রানি, ছিনতাই, চাঁদাবাজী বন্ধসহ প্রতিটি সড়ক ও মহাসড়কে স্বল্প গতির যানবাহনের পৃথক লে ও সার্ভিস রোড নির্মাণ করার দাবি তুলে চালকরা।
রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের নারায়ণগঞ্জ জেলা শাখার আয়োজনে মানববন্ধনটি করা হয়েছে।
এসময় বক্তারা বলেন, মোড়ে মোড়ে পুলিশ দাঁড়িয়ে রিকশা থেকে টাকা আদায় করছে, কিছু নামধারী নেতা ও বিশেষ পেশার লোকজন স্টিকার দিয়ে ‘অবৈধ’ বলা রিকশা গুলোকে নির্বিঘ্নে চলাচল করতে দিচ্ছে, পুলিশও ধরছে না। আমরা দাবি জানাই রিকশা ও ইজিবাকের নিবন্ধন, রুট পারমিট এবং লাইসেন্স প্রদান করতে হবে। একই পুলিশের অবৈধ রেকারিং, ডাম্পিং, নির্যাতন, হয়রানি, ছিনতাই, চাঁদাবাজী বন্ধ করতে হবে।
আনন্দবাজার/শহক