জয়পুরহাটে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় গৃহহীনদের জন্য সেনাবাহিনীর নির্মান করা ১০টি সেমিপাকা ব্যারাক হাউজ প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার (২৭ফেব্রুয়ারি) দুপুরে ক্ষেতলাল উপজেলার ফেরসা এলাকায় উদ্বোধন শেষে এসব ঘর উপজেলা নির্বাহী অফিসারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন বগুড়া সেনানিবাসের ১১ পদাতিক ডিভিশনের কর্মকর্তারা।
এসময় উপস্থিত ছিলেন, ১১ পদাতিক ডিভিশনের সেনা কর্মকর্তা লে. কর্ণেল মাহফুজুর রহমান, মেজর হাবিবুর রহমান, ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বন্যা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন পাপন ও মাহমুদপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান শামিমসহ অন্যান্যরা।
ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বন্যা জানান, এসব ঘরে আধুনিক জীবন যাপনের সকল সুযোগ সুবিধা রয়েছে। ৫ ইউনিট বিশিষ্ট ১০টি সেমি পাকা ব্যরাক হাউজে ৫০টি গৃহহীন পরিবার থাকতে পারবেন। দ্রুত দলিলসহ ঘরগুলো উপকারভোগিদের কাছে হস্তান্তর করা হবে।
আনন্দবাজার/কআ