তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতভিত্তিক মেলা বেসিস সফট এক্সপো ২০২৩ এ অংশ নিয়েছে ‘এ ক্লাউড প্লেনেট’। ‘সেভ ডলার ইউজ মেড ইন বাংলাদেশ ক্লাউড’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিষ্ঠানটি বিভিন্ন কোম্পানির কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের নানাভাবে সহায়তা দিয়ে যাচ্ছে।
জানা যায়, স্মার্ট বাংলাদেশ তথা স্মার্ট ভিলেজ এবং স্মার্ট সিটি তৈরির অন্যতম অনুষঙ্গ হচ্ছে ক্লাউড, সেই ক্লাউড প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে সম্ভব স্মার্ট বাংলাদেশ তৈরি।

বাংলাদেশের অধিকাংশ প্রতিষ্ঠান বিদেশী কোম্পানির ক্লাউড ব্যবহার করার কারনে প্রতি বছর একটা বিশাল অংকের ডলার খরচ করতে হয়। তবে, দেশীয় কোম্পানির ক্লাউড ব্যবহারের মাধ্যমে সেটির সাশ্রয় করা সম্ভব। প্রযুক্তি প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠানসমূহকে এই ব্যাপারে উদ্বুদ্ধ করতে মেলায় কাজ করছে প্রতিষ্ঠানটি।
এ ক্লাউড প্লেনেট প্রধানত ক্লাউড ইনফ্রাস্টাকচার সল্যুশন প্রোভাইড করে থাকে যেমন-প্রাইভেট ক্লাউড,পাবলিক ক্লাউড সেটআপ সার্ভিস প্রদান ইত্যাদি। এছাড়াও “প্ল্যাটফর্ম-এস-এ-সার্ভিস ফর সফটওয়্যার-এস-এ-সার্ভিস” এবং “সফটওয়্যার-এস-এ-সার্ভিস” নিয়ে প্রতিষ্ঠানটি কাজ করে।
প্রতিষ্ঠানটি জানায়, যেসব সফটওয়্যার কোম্পানী তাদের “সফটওয়্যার-এস-এ-সার্ভিস” প্রোডাক্ট দেশের বাইরের ক্লাউডে রেখে কাজ করছে তাদের জন্য তারা তিন মাসের ফ্রি সাবক্রিপশন এর ব্যবস্থা রেখেছে। যদি ব্যবহারকারীরা কোয়ালিটি সার্ভিস পায় তাহলে পরবর্তীতে ৩ মাসের পর সেই ক্লাউড তারা তুলনামূলক কম খরছে ব্যবহার করতে পারে।এই সুযোগ মেলা শেষ হওয়ার পর আরো ১ সপ্তাহ পর্যন্ত প্রযোজ্য থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। মূলত, বাংলাদেশী কোম্পানির ক্লাউড ব্যবহার এবং ডেভেলাপারদের জন্য সাস প্রোডাক্ট প্ল্যাটফর্ম তৈরি করে দেয়ার জন্য দীর্ঘমেয়াদে কাজ করতে চায় প্রতিষ্ঠানটি। আর সেই লক্ষ্যেই মেলায় আগত দর্শনার্থীদেরকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগীতা করছে।
এ বিষয়ে এ ক্লাউড প্লেনেটের প্রধান নির্বাহী (সিইও) ও ওপেনস্টেক বাংলাদেশের গ্রুপ অর্গানাইজার মোবারক হোসেন বলেন, আমরা বিগত ১০ বছর ধরে বাংলাদেশে ওপেনস্টেক সল্যুশন নিয়ে কাজ করে যাচ্ছি। এছাড়া, ক্লাউড ও ওপেনস্টেক ভিত্তিক নলেজ বৃদ্ধির জন্য এডুকেশনাল ইনস্টিউশন, ব্যাংক ও কর্পোরেটদের সাথে কোলাবরেশন করে ফ্রি ওয়ার্কশপের আয়োজন করছি। আমরা চাই, দেশীয় ক্লাউডের ব্যবহার আরো বৃদ্ধি পাক এবং ওপেনস্টেক সম্পর্কে মানুষের আরো সচেতনতা বৃদ্ধি পাক।
আনন্দবাজার/কআ