নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশালের মেহেন্দিগঞ্জ পৌর কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে শহীদুল ইসলাম সোহেলকে সভাপতি ও ওমায়ের আহমেদ রুবেলকে সাধারণ সম্পাদক করে ২ সদস্য বিশিষ্ট আংশিক ঘোষণা করা হয়।
শুক্রবার ২৪শে ফেব্রুয়ারী বিকেলে উপজেলার পাতারহাট মুক্তিযোদ্ধা পার্ক মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উদ্বোধক ছিলেন জেলা কৃষকলীগের সভাপতি এ্যাড. সাইফুল আলম গিয়াস।
উপজেলা কৃষক লীগের সভাপতি শংকর চন্দ্র দে’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাড. মুনসুর আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাব আহমেদ, বরিশাল জেলা কৃষক লীগের সদস্য উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইদ্রিস আলী বেপারী, প্রধান বক্তা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি মনিরুল মোর্শেদ রবিন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এইচ এম নোমান, উপজেলা জাতীয় শ্রমিকলীগের যুগ্ম-আহবায়ক শাহে আলম বাঘা, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু তাহের গোল্দার, উপজেলা ছাত্রলীগের সভাপতি নিরব হোসেন বেপারী প্রমুখ।