জয়পুরহাটে চলতি ফেব্রুয়ারি মাসের জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় জয়পুরহাট জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে আজ (রোববার) এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজীর সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট- ১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল আলম দুদু। সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনোয়ার পারভেজ,অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, আক্কেলপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান- আব্দুস সালাম আকন্দ, পাঁচবিবি পৌর মেয়র- হাবিবুর রহমান হাবিব বক্তব্য রাখেন।

সভায় জেলার বিভিন্ন দপ্তরের কার্যক্রমের আলোচনা-পর্যালোচনা শেষে গৃহীত সকল উন্নয়ন মূলক ও জনহিতকর কার্যক্রম অগ্রাধিকারের ভিত্তিতে নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার তাগিদ দেয়া হয়।
সভায় জেলার বিভিন্ন দপ্তরের (দায়িত্বপ্রাপ্ত) প্রধান, সকল উপজেলার নির্বাহী অফিসার সহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জেলা মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা শেষে জেলা প্রশাসকের সভাপতিত্বে একই স্থানে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি, জেলা তথ্য অধিকার আইন বাস্তবায়ন কমিটি,যৌতুক ও বাল্যবিবাহ নিরোধ কমিটি ও জেলা আইসিটি কমিটির মাসিক সভা শুরু হয়।
আনন্দবাজার/কআ