জয়পুরহাটে শহীদ আলাউদ্দিন মিউনিসিপাল স্কুল কর্তৃক আয়োজিত ২দিন ব্যাপী ভাষা মেলা ২০২৩ ইং আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থী ও অভিভাকদের মাঝে পুরষ্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
গতকাল (বুধবার) বিকেলে জয়পুরহাটের পাঁচবিবিতে দুই দিনব্যাপী ভাষা মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মেলায় বাংলা ভাষা বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন পাঁচবিবি পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব। শহীদ আলাউদ্দিন মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজের উদ্যোগে কলেজ প্রাঙ্গনে আয়োজিত এ মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের দলগুলোকেও পুরস্কৃত করা হয়েছে।
উল্লেখ্য, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দু’দিনব্যাপী আয়োজিত এ ভাষা মেলায় বাংলা ভাষার স্বীকৃতি লাভ, মহান ভাষা আন্দোলন, শহীদ দিবস সহ বাংলা ভাষার বিভিন্ন দিক নিয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে একাধিক প্রতিযোগিতা সহ আলোচনা সভা ও সাংস্কৃতিক বিচিত্রা অনুষ্ঠিত হয় ।
এতে উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের ৮টি স্টল স্থান পেয়েছিল।
আনন্দবাজার/কআ