বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য হিসেবে মো. মেসবাউল ফেরদৌস স্বচ্ছ মনোনীত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন তার নিজ এলাকার দলীয় নেতা-কর্মীরা।
শুক্রবার বিকেলে নীলফামারীর ডোমার উপজেলা ছাত্রলীগের আয়োজনে স্থানীয় কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ফেরদৌস স্বচ্ছকে বরণ করে নেওয়া হয়। এ সময় ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ডোমার উপজেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতারা বলেন, কেন্দ্রীয় কমিটিতে স্বচ্ছের অন্তর্ভুক্তি ডোমার উপজেলা তথা নীলফামারী জেলার ছাত্র রাজনীতির জন্য একটি গৌরবময় অধ্যায়।
অনুষ্ঠান শেষে সবাই ফেরদৌস স্বচ্ছকে অভিনন্দন জানিয়ে তার রাজনৈতিক সাফল্য ও উত্তরের প্রতিনিধি হিসেবে শক্ত অবস্থান কামনা করেন।




