বুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

জয়পুরহাটে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

মাদক মামলায় জয়পুরহাটে একজনের যাবজ্জীবন

জয়পুরহাটে মাদক মামলায় বাবু (৩৫) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন।

দন্ডপ্রাপ্ত বাবু পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা গ্রামের আব্দুল গণির ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০১২ সালের ৯ এপ্রিল আসামী বাবু মাদক নিয়ে পাঁচবিবি থেকে জয়পুরহাট শহরের দিকে আসছিলেন। গোপন সংবাদ পেয়ে সদর উপজেলার বনখুর এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তার দেহ তল্লাশী করে বিশেষ কায়দায় পাইপের মধ্যে রাখা ৩ লিটার ফেনসিডিল উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় সেদিনই সদর থানায় মামলা দায়ের করা হয়। এ মামলার দীর্ঘ শুনানি শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  করোনায় দুই সপ্তাহ পেছালো বইমেলা

সংবাদটি শেয়ার করুন