ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপিত

জয়পুরহাটে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপিত

‘স্মার্ট গ্রন্থাগার, স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপিত হয়েছে।

রবিবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন উপলক্ষে জয়পুরহাটে জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগারের যৌথ উদ্যোগে, সকাল ১০টায় জয়পুরহাট জেলা প্রশাসন ভবনের সামনে পায়রা উড়িয়ে আনুষ্ঠানিক ভাবে জাতীয় গ্রন্থাগার দিবসের উদ্বোধন করা হয়। এর পর জয়পুরহাট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জয়পুরহাট জেলা গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান (লাইব্রেরি কর্মকর্তা) মো: রোকনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোঃ সালেহীন তানভীর গাজী।

উক্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনোয়ার পারভেজ, জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম সোলায়মান আলী, রাজা চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন মন্ডল, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবিনা চৌধুরী ও সাংবাদিক শাহজাহান সিরাজ মিঠু।

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন