ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

থার্টি ফার্স্ট নাইটে পুলিশের কাছে ৩৬৫ ফোন, ৪ জায়গায় আগুন!

থার্টি ফার্স্ট নাইটে পুলিশের কাছে ৩৬৫ ফোন, ৪ জায়গায় আগুন!

ইংরেজি নববর্ষের প্রথম প্রহরে জাতীয় ‘জরুরি সেবা ৯৯৯’ সারাদেশ থেকে শব্দদূষণ ও অগ্নিকান্ড সংক্রান্ত ৩৬৫ টি ফোন পেয়েছে।

রোববার (১লা ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেন ৯৯৯ এর পরিদর্শক (মিডিয়া) আনোয়ার সাত্তার। একইসাথে কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও রাজধানীর আকাশ ছেয়ে যায় নানা রঙের ফানুসে। এসব ফানুসের কারণে রাজধানীতে চারটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

অধিকাংশ অভিযোগই ছিল আতশবাজি ও বোমাবাজি এবং বাড়িতে ফানুস পড়ে আগুনের খবরও নিয়ে। আনোয়ার সাত্তার জানান, ৩১ ডিসেম্বর রাত ১২ টার পর সারাদেশ থেকে শব্দদূষণ সংক্রান্ত ৩৬৫টি ফোন এসেছে। এর মধ্যে শুধু ঢাকা মেট্রো এলাকা থেকে ১৬০ টি কলের বিপরীতে সেবা দিতে হয়েছে। এদিকে ফানুস থেকে আগুনের ঘটনায় মোহাম্মদপুরের ইকবাল রোড থেকে রাত ১২ টা ৯ মিনিটে একটি ফোন এসেছিল। তবে ফায়ার সার্ভিস যাওয়ার আগেই আগুন নিভে গেছে বলে জানান তিনি।

এদিকে পুলিশের নিষেধাজ্ঞা সত্ত্বেও নববর্ষের প্রথম প্রহরে ফানুস পড়ে মোহাম্মদপুর ছাড়াও ঢাকার আরও তিনটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি পুরান ঢাকার লালবাগ, অপরটি সদরঘাট এবং মিরপুর।

একইসময় বৈদ্যুতিক লাইনে আটকে যাওয়া ফানুসের কারণে আজ মেট্রোরেল সাময়িক বন্ধ ছিলো। ফানুস অপসারণ করার পর মেট্রোরেল স্বাভাবিক হয়।

প্রসঙ্গত, ২০২১ সালের থার্টি ফার্স্ট নাইটে ওড়ানো ফানুস পড়ে রাজধানীর প্রায় ১০টি স্থানে আগুন লাগে। ওই ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় এজন্য এবার রাজধানীতে ফানুস উড়ানো ও আতশবাজির ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল ডিএমপি।

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন