বুধবার, ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

শীতার্তদের জন্য ৩২ কোটি টাকার কম্বল কেনা হচ্ছে

শীতার্তদের জন্য ৩২ কোটি টাকার কম্বল কেনা হচ্ছে

ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান জানিয়েছেন, শীতার্তদের জন্য নতুন করে ৩২ কোটি টাকার কম্বল কেনা হচ্ছে। এসব কম্বল দেশের শীতপ্রবণ এলাকায় আগামী সপ্তাহ থেকে বিতরণ করা হবে।

সাভারের বাইপাইলে একটি ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন শেষে শনিবার (৩১ ডিসেম্বর) তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, রংপুর বিভাগের ৮টি জেলার দরিদ্র শীতার্তদের মাঝে ইতোমধ্যে ৮০ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। গেল নভেম্বর মাসে সারাদেশে ২৬ লাখ কম্বল বিতরণ করা হয়।

সাভারে মেট্রোরেল বর্ধিত হওয়ার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী উন্নয়ন বান্ধব, দেশের অর্থনীতি প্রেক্ষাপটের ওপর নির্ভর করে সুযোগ হলে সাভারেও মেট্রোরেল বর্ধিত করার জন্য কাজ করবেন। মেট্রোরেল প্রকল্পের আরও ৬টি লাইন বাকি রয়েছে। যা আগামী ২০৩০ সাল নাগাদ শেষ হবে। দেশের উন্নয়নে আরও একটি মাইলফলক স্পর্শ করলো বাংলাদেশ।

এতে আরো উপস্থিত ছিলেন, ধামসোনা ইউপি চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ডায়াগন্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক বিল্লু মঙ্গল দাসসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

আনন্দবাজার/কআ

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ঝিনাইদহে গভীর রাতে ছিন্নমুল শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

সংবাদটি শেয়ার করুন