ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মেট্রোরেলের ভাড়া নিয়ে মোটেও সমস্যা হবে না- ওবায়দুল কাদের

মেট্রোরেলের ভাড়া নিয়ে মোটেও সমস্যা হবে না- ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মেট্রোরেলের ভাড়া নিয়ে মোটেও সমস্যা হবে না বলে মন্তব্য করেছেন। তিনি বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।

নাগরিক সমাজের পক্ষ থেকে বেশি ভাড়া নির্ধারণের সমালোচনার জবাবে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, এ ভাড়ায় মোটেও সমস্যা হবে না। রিকশায় উঠলেই তো ২০ টাকা। তাহলে?

এসময় বিএনপির পূর্বঘোষিত ৩০ ডিসেম্বরের গণমিছিলের দিন আওয়ামী লীগ সতর্ক পাহারায় থাকবে বলেও জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, ১০ তারিখের মতো আমরা সারাদেশে সতর্ক পাহারায় থাকবো। ওইদিন যেমন ছিলাম একই অবস্থানে থাকবো।

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন