ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

১২ ঘণ্টা পর পদ্মায় ভেসে উঠল ২ শিশুর মরদেহ!

১২ ঘণ্টা পর পদ্মায় ভেসে উঠল ২ শিশুর মরদেহ!

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদী থেকে নিখোঁজের ১২ ঘন্টার পর রিফাত (৯) ও মুরসালিন (৭) নামে দুই শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা বুধবার (২৮ ডিসেম্বর) উপজেলার ফিলিপনগর ইউনিয়নের গোলবাড়ি এলাকায় পদ্মা নদী থেকে রাতে তাদের মরদের উদ্ধার করে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গোলাবাড়ি এলাকার রিপন আলীর ছেলে রিফাত ও একই এলাকার মজিবুর রহমানের ছেলে মুরসালিন।

স্থানীয় সূত্র বলছে, বুধবার বেলা ১১টার দিকে নিখোঁজ হলে বিভিন্নস্থানে খোঁজ করেও তাদের পাওয়া যায়নি। রাত ১১টার দিকে পদ্মা নদীতে তাদের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয়রা। নদীতে নৌকায় চড়ে খেলতে গিয়ে ডুবে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

দৌলতপুর পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, নদীতে গোসল করতে গিয়ে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। মৃতের পরিবারের কোনো অভিযোগ নেই। তাই কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই তাদের দাফন সম্পন্ন হয়েছে।

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন