ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে অভিযোগ গঠন শুরু

ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে অভিযোগ গঠন শুরু

অর্থ আত্মসাতের মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো আজ।

বুধবার (২৮ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একইসাথে আগামী ১৮ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেন।

এসময় আদালতে হাজির করা হয় কারাগারে আটক আসামি রাসেলকে। তবে জামিনে থাকা আসামি শামীমা নাসরিন উপস্থিত না হয়ে আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করেন। আদালত তার আবেদন নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আসামি রাসেলের উপস্থিতিতে আদালত অভিযোগ গঠন করেন। আসামিপক্ষের আইনজীবী আহসান হাবিব বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, গুলশান থানায় একজন গ্রাহক ৩ লাখ ১০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মামলাটি দায়ের করেছিলেন। এ মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন