শীতে কাঁপছে উত্তরের জনপদ
বেড়েছে শীতের তীব্রতা। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় সঙ্গে যোগ হয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি । এতে শীতে কাহিল হয়ে পড়েছেন নিম্নআয়ের মানুষ।
গাইবান্ধায় শীতের কারণে স্বল্প আয়ের মানষের জীবন-জীবিকা কঠিন হয়ে পড়েছে। এ গুড়িগুড়ি বৃষ্টিতে শীতে কাহিল দিন মজুর ও রিকশা চালকরা রাস্তায় নামতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। কুয়াশা ও শীতের কারণে সকাল থেকে প্রায় দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলছেনা। এ অবস্থায় অনেকেই গায়ে মাথায় পলিথিন জড়িয়ে খাবার জন্য অর্থ কামাইয়ের চেষ্টায় রাস্তায় নেমেছেন।
এতে লোকজন এ ঘন কুয়াশার মধ্যে স্বাভাবিক কাজ করতে পারছেনা। জমিতে কাজ করতে পারছেনা কৃষি মজুররা। ঠান্ডার কারণে সকাল থেকে রোদ না ওঠা পর্যন্ত শিক্ষার্থীরা পড়ালেখা করতে কোটিং সেন্টার ও স্কুলে যেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে ।