ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নিত্যপণ্য আমদানিতে ভারতের কাছে কোটা চেয়েছে বাংলাদেশ

নিত্যপণ্য আমদানিতে ভারতের কাছে কোটা চেয়েছে বাংলাদেশ

পেঁয়াজ-চিনিসহ ভারত থেকে চাল, গম, রসুন, আদা ও ডালসহ নিত্য প্রয়োজনীয় যেসব পণ্য আমদানিতে কোটা সুবিধা করে দেওয়ার জন্য ভারতকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। তবে ভারত বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ভারত সফর বিষয়ে ব্রিফিং করার সময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এই তথ্য জানান। এই কোটা সুবিধা পেলে ভারত যখন তখন পণ্য রফতানি বন্ধ করে দিতে পারবে না বলে জানান।

বাণিজ্যমন্ত্রী জানান, দুই দেশের মধ্যে ব্যবসাবাণিজ্য বাড়ানোর জন্য পারস্পরিক সহযোগিতা প্রদান, বিভিন্ন প্রকার শুল্ক-অশুল্ক সমস্যা কাটিয়ে বাণিজ্য সহজ করাসহ ব্যবসায়ীদের জন্য দীর্ঘমেয়াদী ভিসা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে ভারতকে।ব্যবসাবাণিজ্য বাড়াতে কমপ্রিহেনসিভ ইকোনোমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (সেপা) গঠনের জন্য ইতিবাচক অগ্রগতি হয়েছে। এছাড়া মহামারির কারণে বন্ধ থাকা বর্ডার হাট শিগগিরই চালু করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন