বুধবার, ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ভাটায় পুড়ছে জুট, ভয়াবহ পরিবেশ দূষণ

ভাটায় পুড়ছে জুট, ভয়াবহ পরিবেশ দূষণভাটায় পুড়ছে জুট, ভয়াবহ পরিবেশ দূষণ

পরিবেশ অধিদপ্তরের অনুমতি না নিয়ে মেসার্স হাজী হক ব্রিকস অবৈধভাবে ক্ষমতার প্রভাব দেখিয়ে পোড়ানো হচ্ছে গার্মেন্টসের জুট-কাঠের ভূসি। ভাটার মালিক মহিউদ্দিনে কাছে জিম্মি হয়ে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে সুতার গোপ্টার এলাকার শত শত কৃষক। কৃষি উৎপাদন ব্যাহত হওয়ায় নিঃস্ব হয়ে পড়েছেন কৃষক পরিবার। নেই কোনো প্রতিবাদ, প্রতিরোধ। পরিবেশ অধিদপ্তরের তদারকি।

দূষণের পাশাপাশি কৃষিজমিও নষ্ট হচ্ছে ইটভাটার কারণে। বায়ুদূষণের কারণে অত্র এলাকার  মানুষের শ্বাসকষ্ট রোগীর সংখ্যা বেড়েই চলছে। ফুসফুসে বিভিন্ন রোগ দেখা দিতে পারে। এ ছাড়া ধুলাবালু থেকে অ্যালার্জি, চুলকানিসহ বিভিন্ন চর্মরোগ দেখা দিচ্ছে।  বেড়েছে হাঁপানি রোগি।   

এইচ এইচ ব্রিকস জিকজাকের নামে প্রশাসনকে ফাঁকি দিয়ে অবৈধভাবে ভাটার মালিক মহিউদ্দিন ভাটায় উ” মাত্রার সালফার ব্যবহার করে যাচ্ছে। এ ছাড়া হাজী ব্রিকসে, টায়ার, প্লাস্টিক, কাঠের ভূসি, গার্মেন্টসের জুট ব্যবহার করা হচ্ছে এমনে অভিযোগ নাম প্রকাশে স্থানীয়  এলাকাবাসীর । এতেও অনেক কার্বন ডাই-অক্সাইড তৈরি হচ্ছে।

বায়ুতে মাত্রাতিরিক্ত সালফার ডাইঅক্সাইডের উপস্থিতির কারণে মানুষ চোখ, নাক, গলাসহ অ্যাজমাটিক সমস্যার সন্মুখীন হচ্ছে। মোটা দাগে বলা যেতে পারে, বায়ুতে দূষিত উপাদানের উপস্থিতিতে ফুসফুসে ক্যান্সার, হার্ট অ্যাটাক ও অন্যান্য রোগের প্রাদুর্ভাবে মৃত্যুর হার বেড়ে যাচ্ছে।

সুতারা গুপ্ত এলাকার চরমনাসা গ্রামের কৃষক ও মেহনতী মানুষের দাবি অনুমোদনহীন মেসার্স হাজী ব্রিকসে গার্মেন্টসের জুট, কাঠের ভূসি, ট্রায়ার, উচ্চমাত্রা সালফার ব্যবহার, ফসলিজমির  মাটির উর্বরতা নষ্ট করা, ইটভাটার কালো ধোঁয়ায় পরিবেশ দূষিত করার বিরুদ্ধো ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছে।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  আজ থেকে কাউন্টারে পাওয়া যাবে 

সংবাদটি শেয়ার করুন