রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

জেলি পুশ করা ৬০০ কেজি চিংড়ি জব্দ

জেলি পুশ করা ৬০০ কেজি চিংড়ি জব্দ

অস্বাস্থ্যকর জেলি পুশ করা ৬০০ কেজি চিংড়ি মাছ জব্দ করে তা ধ্বংস করেছে যশোর র‌্যাব-৬ সদস্যরা।

সোমবার (২৬ ডিসেম্বর) মধ্যরাতে যশোর শহরের মনিহার মোড়ে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে এ মাছ জব্দ করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

অস্বাস্থ্যকর জেলি পুশ করা চিংড়ি মাছ নিয়ে শেরপুরগামী একটি বাস যশোর মনিহার মোড় হয়ে শেরপুরে যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম নাজিউর রহমান এবং যশোর সদর উপজেলা মৎস্য অফিসার মো. জয়নুল আবেদীনের সমন্বয়ে একটি আভিযানিক দল শহরের মনিহার মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসায়। পরে বাস এলে থামিয়ে চিংড়ি মাছে জেলি পুশ করেছে কিনা তা চেক করেন। এ সময় ওই বাস থেকে ককশিটভর্তি জেলি পুশ করা ৬০০ কেজি চিংড়ি মাছ পাওয়া যায় বলে জানান র‌্যাব-৬, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম নাজিউর রহমান। পরবর্তীতে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী জব্দ হওয়া মাছগুলো ধ্বংস করা হয়।

আনন্দবাজার/কআ

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  শেরপুরে জেলা কৃষকলীগের আনন্দ র‌্যালী

সংবাদটি শেয়ার করুন