বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশ নেয়া ভারতের ৩০জন মুক্তিযোদ্ধা ও ৬জন আর্মি অফিসার এবং বাংলাদেশের ২৯ জন মুক্তিযোদ্ধা ও ৬ জন আর্মি অফিসার ঢাকা ও কলকাতায় বিজয়ের ৫১তম বার্ষিকী পালন করেছে।
বাংলাদেশিরা কলকতায় ও ভারতীয়রা ঢাকায় এ উৎসব পালন করে। তাদের মধ্যে বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনী, নৌ ও বিমান বাহিনীর সিনিয়র অফিসাররা ছিলেন। যারা মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দিয়েছেন। যুদ্ধে অংশ নিয়েছেন।
ভারতীয়রা ঢাকার ক্যান্টনমেন্টের শিখা অনির্বানে ফুল দিয়ে স্বাধীনতায় অংশ নিয়ে শহিদ হওয়া ব্যক্তিদের স্মরণ করেন। এ সময় তারা ১৯৭১ সালের স্মৃতিচারণ করেন। কেননা এটি ছিল একটি অনন্য সাধারণ ব্যাপার। উভয় দেশের সেনাবাহিনী কাঁধে কাঁধ লাগিয়ে পাকিস্তানি হানাদার ও দখলদার বিরুদ্ধে লড়াই করেছিল।
উল্লেখ্য মহান মুক্তিযোদ্ধাদের মধ্যে মিত্রবাহিনীর ১১শ সৈনিক শহিদ হন। তাদের মধ্যে ৪ জন রাশিয়ার বাকিরা সকলেই ভারতীয়।
আনন্দবাজার/কআ