ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

আমন ধান কর্তণে উৎসব

আমন ধান কর্তণে উৎসব

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বিভিন্ন এলাকায় আমন ধানকাটার উৎসব-আমেজ চলছে। আমন ধান কেটে ঘরে তোলা নিয়ে ব্যস্ত হয়ে উঠেছে। তবে কৃষকরা ধান কাটার শ্রমিক সংকট নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। এবার উপজেলায় আমনের ভালো ফলন এবং বাজারে দাম ভালো থাকায় কৃষক-কৃষাণির মুখে হাসি-ফুটেছে।

চন্দনাইশ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস জানায়, চন্দনাইশ উপজেলার দুইটি পৌরসভা চন্দনাইশ সদর ও দোহাজারীসহ অপর ৮টি ইউনিয়নে আমন ধানের চাষাবাদে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৮ হাজার ৪৪৫ হেক্টরের মধ্যে ৮ হাজার ৪৪৪ হেক্টর জমিতে চাষাবাদ করা হয়েছে।

উপজেলার জোয়ারা গ্রামের কৃষক ফজল মিয়া ও আবু তাহের বলেন, জমিতে আমনের চাষাবাদের শুরুতে বৃষ্টি না হওয়ায় একটু দেরিতে চাষাবাদ করা হলেও আবহাওয়া অনুকূলে থাকায় ভালো হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতিরানী সরকার জানান, অধিক ফলনের লক্ষে সরকারিভাবে বিনামূল্যে কৃষকদের মাঝে উন্নতজাতের বীজ, সার বিতরণ এবং মাঠকর্মীদের পরামর্শের কারণে উপজেলায় আমনের ভালো ফলন হয়েছে। বর্তমানে বাজারে ধানের ভালো দাম থাকায় কৃষকরা লাভবান হবে বলে জানান।

সংবাদটি শেয়ার করুন