রাজধানীর পল্টন এলাকা যতক্ষণ নিরাপদ মনে না হবে ঠিক ততক্ষণ ওই এলাকায় জনসাধারণের চলাচল বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার।
বিপ্লব কুমার বলেন, আমরা কোন ব্যক্তিকে টার্গেট করে আটকাচ্ছি না। তবে এখানে এই মুহূর্তে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার কোনো অবকাশ নেই।
পল্টন থানার সামনে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে এ কথা বলেন তিনি।
বিএনপির দলীয় কার্যালয়কে আমরা এখন আইনের ভাষায় বলছি, প্লেস অব অকারেন্স (পিও)। যে কারণে আমরা বিএনপির দলীয় কার্যালয় কর্ডন করে রেখেছি। বিশেষজ্ঞ ও ক্রাইমসিনের লোকজন ছাড়া কাউকে সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যতক্ষণ পর্যন্ত পুলিশের কাজ শেষ না হচ্ছে, ততক্ষণ এখানে কোনো কিছুই হতে দেওয়া হবে না।
এদিকে গতকালের (৭ ডিসেম্বর) ঘটনায় রাজধানীর পল্টন মডেল থানার মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ৪৩৯ জন নেতাকর্মীকে কারাগারে আটক রাখার আবেদন করেছে পুলিশ। একই সঙ্গে দলটির ১১ নেতাকর্মীর সাতদিনের রিমান্ড আবেদন করা হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ (৮ ডিসেম্বর) এ বিষয়ে শুনানি হবে।
আনন্দবাজার/কআ