মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

৬ বছর পর কুমিল্লা দক্ষিণ আ. লীগের সম্মেলন

৬ বছর পর কুমিল্লা দক্ষিণ আ. লীগের সম্মেলন

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলনস্থলের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে।  আজ বৃহস্পতিবার কুমিল্লার লালমাই উপজেলায় ঐতিহ্যবাহী বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে কুমিল্লা দক্ষিণ জেলা আ. লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। দীর্ঘ ৬ বছর পরে, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের মাঝে আনন্দ বিরাজ করছে। ১৯৯৪ সালে একটি সম্মেলনের পর ২০০৬ সালে মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি গঠন করা হয়ে। পরবর্তীতে ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি কুমিল্লা দক্ষিণ জেলা আ. লীগের ত্রিবার্ষিক সম্মেলনে বর্তমান অর্থমন্ত্রী আ. হ. ম. মুস্তফা কামালকে সভাপতি ও মো. মুজিবুল হক এমপিকে সাধারণ সম্পাদক করে কুমিল্লা দক্ষিণ জেলা আ. লীগের কমিটি ঘোষণা করে। একই বছরে ১লা সেপ্টেম্বর ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

কে হতে চলেছেন নতুন সভাপতি? কে হবে সম্পাদক? এ নিয়ে চলছে আনাগোনা। তবে, অনেকেই বলছে পুনরায় জনমতে নির্বাচিত হতে পারে পুরাতন কমিটিই

সম্মেলন ঘিরে মাঠ প্রস্ততে সার্বিকভাবে সময় দিয়ে যাচ্ছেন কুমিল্লা দক্ষিণ জেলা আ. লীগের সহ-সভাপতি গোলাম সারোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মমিন মজুমদার, জেলা যুবলীগের আহবায়ক কামরুল হাসান শাহীন, জেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি সাইফুদ্দিন পাপ্পু, লালমাই উপজেলা ভাইস চেয়াম্যান মিজানুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কামাল হোসেন, লালমাই উপজেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক আয়াতউল্যাহ, যুবলীগের আহবায়ক আব্দুল মোতালেব, স্বেচ্ছাসেবকলীগ নেতা আব্দুল হান্নান মিয়াজিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  পাওনা টাকা ফেরৎ চাওয়ায় খুন

সংবাদটি শেয়ার করুন