বাংলাদেশের উন্নয়ন আজ বিশ্বব্যাপী স্বীকৃত বলে মন্তব্য করেছেন ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনার।
তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতিতে দ্রুত উন্নয়ন ও সমৃদ্ধি ঘটেছে। আর এটি বিশ্ব্যাপী স্বীকৃত একটি বিষয়। ভারত সবসময় প্রতিবেশিকে অগ্রাধিকার দেয়। সেখানে প্রতিবেশিদের মধ্যে বাংলাদেশকে বেশি অগ্রাধিকার দেয়া হয়।
মঙ্গলবার রাজধানী ঢাকায় ভারতীয় দূতাবাস আয়োজিত ভারত-বাংলাদেশ বন্ধুত্বের ৫১ বছর পূর্তি উপলক্ষে মৈত্রী দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।
ভারতীয় হাই কমিশনার বলেন, ৫১ বছর আগে ভারত বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছিল। এটি একটি ঐতিহাসিক দিন। এটি দুইদেশের মধ্যে সমতা, পারস্পারিক শ্রদ্ধা ও সংহতির বিকাশ ঘটিয়েছিল। কেননা বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তা করতে পেরে ভারত গর্ববোধ করে।
আনন্দবাজার/কআ