বুধবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
শাহজাদপুরে কম্বলকাণ্ড----

দুস্থদের বরাদ্দকৃত কম্বল ফেরত চাইনি: সংসদ সদস্য কবিতা

দুস্থদের বরাদ্দকৃত কম্বল ফেরত চাইনি: সংসদ সদস্য কবিতা

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য মেরিনা জাহান কবিতা গতকাল শনিবার দুপুরে তার শক্তিপুরের বাসভবনে কম্বলকাণ্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি কোনো ইউপি চেয়ারম্যানের কাছে দুস্থদের মাঝে বিতরণের জন্য বরাদ্দকৃত কম্বল ফেরত চাইনি। আমি বলেছি প্রতিটি ইউনিয়নে এ কম্বল বিতরণের সময় সেখানে আমি উপস্থিত থাকবো। কারণ আমি থাকলে তারা দুর্নীতি করতে পারবেনা। এ জন্য তারা আমার বিরুদ্ধে এ ধরণের মিথ্যাচার ছড়িয়েছে। তিনি আরো বলেন, সবাই ফেরত দেয়নি, মাত্র ২জন দুর্নীতিবাজ চেয়ারম্যান দুর্নীতি করতে পারবেনা বুঝতে পেরে ফেরত দিয়েছে। এমনকি আমার নাম জড়িয়ে যারা বিভিন্ন গণমাধ্যমকর্মীদের কাছে বক্তব্য দিয়েছে তারা সঠিক বিষয় উপস্থাপন করেননি। পূর্ব আক্রশ থেকে তারা আমার বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়েছেন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দিনব্যাপী শাহজাদপুর উপজেলার ১৩টি ইউনিয়নের অসহায় শীতার্তদের মাঝে বিতরণের জন্য বরাদ্দকৃত কম্বল ইউনিয়নের চেয়ারম্যানরা ফেরত দেন। তাদের দাবি প্রতিটি ইউনিয়নের বরাদ্দকৃত ৩৫০ কম্বলের মধ্যে ২০০ কম্বল এমপি চেয়েছেন। এ সামান্য কম্বল কাকে দিবে, বিধায় তারা বরাদ্দের সব কম্বল শাহজাদপুর ইউএনও অফিসে ফেরত দেন।

এ সংবাদ সম্মেলনে আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ ও মহিলা আওয়ামীলীগের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  উদ্দীপ্ত তরুণের আন্তঃস্কুল মেধা মূল্যায়ন

সংবাদটি শেয়ার করুন