মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কক্সবাজার সৈকতে আবারও ভেসে আসছে মরা জেলিফিশ

কক্সবাজার সৈকতে আবারও ভেসে আসছে মরা জেলিফিশ

সমুদ্র সৈকতে আবারও জোয়ারের সঙ্গে ভেসে আসছে শত শত মরা জেলিফিশ। কক্সবাজার সৈকতের শৈবাল ও লাবনী পয়েন্টে আটকে পড়ার এমন দৃশ্য দেখা গেছে।

শনিবার (৩ ডিসেম্বর) সৈকতের শৈবাল পয়েন্টে কয়েকশ মরা জেলিফিশ বালুতে আটকে থাকতে দেখা গেছে। এসব মাছের মধ্যে কোনোটা আকারে ছোট, কোনোটা বড়।

ঠিক কী কারণে মারা যাচ্ছে এর সঠিক কারণ কেউ বলতে পারছে না। মৃত্যুর কারণ বের করতে কাজ করছে একাধিক বৈজ্ঞানিক সংস্থা। কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্ট থেকে লাবনী পয়েন্ট পর্যন্ত ২ কিলোমিটারের জোয়ারের পানির সঙ্গে অসংখ্য মরা জেলিফিশ ভেসে এসে আটকা পড়েছে। মরা এ জেলিফিশগুলো দেখতে ভিড় করছে উৎসুক পর্যটকরা। তবে, স্থানীয় জেলেদের কাছে জেলিফিশ সাগরের ‘লোনা’ হিসেবে পরিচিত। গভীর সমুদ্রে জেলেদের জালে এসব জেলিফিশ আটকা পড়ে মারা যেতে পারে বলে ধারণা স্থানীয়দের।

জেলিফিশ ভেসে আসছে খবর পাওয়ার পরই কক্সবাজার টুরিস্ট পুলিশ কাজ করছে বলে জানান ওসি দেলোয়ার।

সমুদ্র সৈকতে দায়িত্বরত কর্মী মাহবুব আলম বলেন, গত সপ্তাহেও শত শত মরা জেলেফিশ ভেসে এসেছিল। সপ্তাহ পার না হতেই আবারও জেলিফিশ ভেসে আসছে। এই জেলেফিশগুলো সাধারণত হাত দিয়ে ধরলে চুলকাই। পর্যটকরা না বুঝে ছবি তুলতে গিয়ে এসব ভুল করে পরে পুরো শরীর চুলকানো শুরু হয়।

যদিও এটি জেলিফিশ মরার সিজন নয়। হয়ত জেলিফিশ উপকূলের কাছাকাছি এসে জেলেদের জালে আটকা পড়েছিল। পরে জেলেরা মাছগুলো ফেলে দেওয়ায় মরা মাছ সৈকতের বেলাভূমিতে আসতে শুরু করেছে বলে জানান বাংলাদেশ সমুদ্র গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক সাঈদ মাহমুদ বেলাল হায়দার।

আরও পড়ুনঃ  ঘরে ঘরে জ্বর, যেভাবে সাবধান থাকবেন

আনন্দবাজার/কআ

Print Friendly, PDF & Email

সংবাদটি শেয়ার করুন