মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
জামালপুরে গোলটেবিল বৈঠকে বক্তরা---

প্রচলিত আইনের প্রয়োগ নারীর প্রতি সহিংসাতা প্রতিরোধ করবে 

প্রচলিত আইনের প্রয়োগ নারীর প্রতি সহিংসাতা প্রতিরোধ করবে 

চলমান নারী ও শিশুর উপর সহিংসতা বন্ধ ও প্রতিরোধে করণীয় শীর্ষক জামালপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার দুপুরে শহরের দেউরপাড় চন্দ্রায় উন্নয়ন সংঘের প্রশিক্ষণ কেন্দ্রে ইউএনএফপিএ এর সহযোগিতায় উন্নয়ন সংঘের জেন্ডার প্রকল্পের আওতায় এ বৈঠকের আয়োজন করা হয়।

উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী, সাংবাদিক সাযযাদ আনসারী, মোস্তফা মনজু, তানভীর আহমেদ হীরা, উন্নয়ন সংঘের হিজড়া উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক লিটন সরকার, পাওয়ার প্রকল্পের ব্যবস্থাপক জ্যোৎস্না আক্তার প্রমুখ। বৈঠকে জানানো হয়- জামালপুরে চলতি বছরের অক্টোবর মাস পর্যন্ত ৫৮জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছে, ২০৬ জন নারী ও শিশু ধর্ষণ চেষ্টা ও নির্যাতনের শিকার হয়েছে, ৬টি অপহরণ ও ৪৪টি খুনের ঘটনা ঘটেছে, যার বেশীর ভাগই নারী ও শিশু।

গোলটেবিল বৈঠকে প্রচলিত আইনের কার্যকর প্রয়োগ, বিচারের দীর্ঘসূত্রিতা পরিহার, যথাযথ ও নিরপেক্ষতা বজায় রেখে ধর্ষণ ও নির্যাতনের শিকার নারী ও শিশুদের ডাক্তারি পরীক্ষা করা, হয়রানিমুক্তভাবে পুলিশি তদন্ত সম্পন্ন করাসহ সরকারি, বেসরকারি সমন্বিত উদ্যোগে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করার পরামর্শ তুলে ধরা হয়। পাশাপাশি জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে বিভিন্ন গণমাধ্যম ও প্রচার মাধ্যমে মানবিক ও আইনগত বিষয় অনুসরণ করে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। উন্নয়ন সংঘের জেন্ডার প্রকল্পের সমন্বয়কারী অপূর্ব চক্রবর্ত্তী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সভায় জেলার ২০জন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক অংশগ্রহণ করেন।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  মানিকগঞ্জে করোনা মোকাবেলায় ৮ স্থানে জীবাণুনাশক টানেল

সংবাদটি শেয়ার করুন