ঢাকা | বুধবার
৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বিমানবন্দর সড়ক আগামী ৩ দিন এড়িয়ে চলুন

বিমানবন্দর সড়ক আগামী ৩ দিন এড়িয়ে চলুন

বিমানবন্দর সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকামুখী অংশে উন্নয়নকাজের জন্য সম্ভাব্য যানজট তৈরি হতে পারে, এমন শঙ্কায় আগামী তিন দিন এ সড়ক এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে সরকার।

মঙ্গলবার (২৯ নভেম্বর) বিআরটির প্রকল্প পরিচালক এ এস এম ইলিয়াস শাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাত ৮টা থেকে ৩ ডিসেম্বর (শনিবার) রাত ১২টা পর্যন্ত বিমানবন্দর রেলস্টেশনের সামনে মহাখালীমুখী ৪টি লেনের মধ্যে ২টি লেনে উন্নয়নকাজ চলবে বিধায় যানজট সৃষ্টির আশঙ্কা রয়েছে।

এ কারণে উল্লিখিত সময়ে অতি প্রয়োজনীয় ভ্রমণ ছাড়া সড়কটি ব্যবহার না করার জন্য অনুরোধ করা হচ্ছে।

একই কারণে গত ২৪ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৭ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত সড়কটি এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়েছিল।

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন